রাউজানের নোয়াপাড়ায় যুবদল নেতা গুলিবিদ্ধ

শফিউল আলম, রাউজানঃ রাউজানের নোপাড়া পথের হাটে গত ৭ সেপ্টেম্বর স›দ্ধায় হঠাৎ একদল অস্ত্রধারী যুবক ফাকা গুলি বর্ষন করেন । ঐ সময়ে গুলির শব্দে এলাকার স্থানীয় বাসিন্দ্বারা আতংকিত হয়ে পড়েন । পথের হাট বাজারের ব্যবসায়ীরা দোকান বন্দ্ব করে পালিয়ে যায় ।

ঐ সময়ে রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের বদুমুন্সি পাড়া এলাকার বাসিন্দ্বা চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক গোলাম আকবর খোন্দকারের অনুসারী যুবদল নেতা ফরিদ গুলিবিদ্ব হয় । ঘটনার সময়ে অস্ত্রধারী যুবকেরা যুবদল নেতা ফরিদকে গুলি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গুলিবিদ্ব যুবদল নেতা ফরিদকে মারাত্বক আহতবস্তায় স্থাণীয়রা উদ্বার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় । আহত যুবদল নেতা ফরিদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়। রাউজান থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান বলেন, ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় । এই ঘটনার সাথে জড়িত করা তা তদন্ত করা হচ্ছে ।