শফিক রেহমানের সঙ্গে রিজভীর সৌজন্য সাক্ষাৎ

‘লাল গোলাপ’ খ্যাত প্রবীণ সাংবাদিক শফিক রেহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর নিউ ইস্কাটনের বাসায় এ সৌজন্য সাক্ষাৎ হয়। রিজভী শফিক রেহমানের সঙ্গে মতবিনিময় করেন এবং তার স্বাস্থ্যের খোঁজখবর নেন ।

এ সময় রিজভীর সঙ্গে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধ্যপক ড. সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকারের নির্যাতনের শিকার হয়ে ছয় বছর লন্ডনে নির্বাসনে থাকা শফিক রেহমান গত ১৮ আগস্ট দেশে ফেরেন। স্ত্রী তালেয়া রেহমানও তার সঙ্গে ফেরেন। বিমানবন্দরে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কয়েকজন সাংবাদিক নেতা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। দীর্ঘদিন পর দেশে ফিরে সহকর্মীদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন শফিক রেহমান।

শফিক রেহমান তখন বলেছিলেন, দেশে ফিরে শেখ হাসিনাকে খুব অনুভব করছি। আমি তার মৃত্যুদণ্ড চাই না। তার বিচার হোক। শহীদ জিয়ার অবদান বলে শেষ করা যাবে না। এবারের আন্দোলনে যারা জীবন দিয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ও তাদের পরিবারের পুনর্বাসনের আহ্বান জানাই।