তাঁর গাড়ি ভিড়ে আটকে গেলে আমার অনুরোধে সালাউদ্দিন ভাই এ গাড়িটিতে উঠেন: মুজিব

আলোচিত এস আলমের গাড়িতে উঠে সংবর্ধনা নেওয়ায় বিষয়ে গাড়িটি যিনি ব্যবহার করেন সে লায়ন মুজিবুর রহমান বলেন সালাউদ্দিন ভাইয়ের জন্য নির্ধারিত গাড়িটা মানুষের ভিড়ে আটকে গেলে আমিসহ কয়েকজনের অনুরোধে আমার গাড়িতে উঠেন তিনি।

ব্যবসায়ী লায়ন মুজিবুর রহমান বলেন, আমি এস আলম গ্রুপকে অনেক জমিজমা ক্রয় করে দিয়েছি-বিক্রি করেছি। এ কারণে তাদের সঙ্গে আমার একটা সম্পর্ক রয়েছে। সে সম্পর্ক থেকে মাঝে মাঝে তাদের গাড়ি ব্যবহার করে থাকি, অনেকে করেন।

তিনি বলেন, যেদিন আমাদের কক্সবাজারের কৃতি সন্তান সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান, সেদিন অনেকের মতো আমিও তাকে রিসিভ করতে যাই। এসময় এস আলমের সে গাড়িটা আমার সঙ্গে ছিল।

লায়ন মুজিবর বলেন, সালাউদ্দিন ভাইয়ের জন্য নির্ধারিত গাড়িটা মানুষের ভিড়ে আটকে গেলে আমিসহ কয়েকজনের অনুরোধে আমার গাড়িতে উঠেন তিনি। তখন স্বাভাবিকভাবে এটা হয়েছে। এটা সালাউদ্দিন ভাই জানত না আমিও সেভাবে চিন্তা করিনি। তবে এখন ওনার সমালোচনা হচ্ছে দেখে আমার কষ্ট হচ্ছে।

যা বলছেন সালাউদ্দিন

আলোচিত এস আলমের গাড়িতে উঠে সংবর্ধনা নেওয়ায় বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, গাড়িটি কার এবং কোথাকার তা তিনি জানতেন না। এ বিষয়ে জেলা বিএনপির নেতাকর্মীরা জানতেন।

সালাহউদ্দিন আহমেদ বলেন, সেই মুহূর্তে আবেগাপ্লুত ছিলাম, কার গাড়িতে উঠছি এ বিষয়ে জানা ছিল না। সংবাদ প্রকাশের পরে জানতে পারলাম গাড়িটি আমার এলাকার ছোট ভাইয়ের। তিনি এস আলমে চাকরি করেন। তিনি ওদের জমিজমা দেখাশোনা করতেন। অসাবধানতার জন্য দুঃখ প্রকাশ করেছেন এই বিএনপি নেতা।