নুরে মদিনা হজ্ব কাফেলার ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মাওলানা আশেকুর রহমানের পিতা আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান উপজেলা দক্ষিণের উপদেষ্টা আমিরুল হুজ্জাজ আলহাজ্ব মাওলানা আবদুল আজিজ (৭০) গতকাল রবিবার রাত ১২ টার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না………..রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে নাতী নাতনী সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখেযান।
মরহুমের নামাজের জানাযা আজ ২ সেপ্টেম্বর সোমবার বেলা ২ টায় বড়ঠাকুর পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। মরহুমের ইন্তেকালে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা কাযী মুহাম্মদ মঈনুদ্দিন আশরাফী, মহাসচিব আল্লামা সৈয়দ মছিহুদৌল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামা’আত রাউজান উপজেলা দক্ষিণের সভাপতি অধ্যক্ষ মাওলানা সৈয়দ আবু মোস্তাক কাদেরী, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা জিল্লুর রহমান হাবিবী শোক প্রকাশ করেন এবং শোকাহত পরিবার পরিজনদের সমবেদনা জ্ঞাপন করেন।