এস আলমের গাড়িকাণ্ড: সালাউদ্দিন আহমেদকে বিএনপির শোকজ

বিএনপির সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী এবং কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ কে শোকজ করেছে দলটি।

আজ সোমবার (২ সেপ্টেম্বর) বিএনপির দপ্তরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, কক্সবাজারে এক সংবর্ধনা অনুষ্ঠানে বিতর্কিত ব্যবসায়ী এস আলমের গ্রুপের গাড়ি ব্যবহারের জন্য সালাউদ্দিন আহমেদকে শোকজ করা হয়েছে। শোকজ নোটিশে আগামী তিন দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে।