চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ. এম রাশেদ খান বলেন, দেশ ও জাতির ঐতিহাসিক প্রয়োজনে ১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা করেন। বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। ফ্যাসিষ্ট কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের দুর্নীতি ও দু:শাসনে দেশের মানুষ জর্জরিত ছিল। মানুষের ভোটাধিকার, বাকস্বাধীনতা, মৌলিক অধিকার সহ সবকিছু তারা হরণ করেছিল। রাজনৈতিক দলগুলো তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা করতে পারেনি।১৭ বছর মানুষ শান্তিতে নি:শ্বাস নিতে পারেনি। আমরা স্বাধীনভাবে নি:শ্বাস নেওয়ার পরে স্বত:স্ফুর্তভাবে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করতে পারছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা ১৭ বছর জনগণের অধিকার আদায়ে রাজপথে শান্তিপূর্ন লড়াই করেছি। বিএনপি বাংলাদেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় দল হিসেবে জনগণ আমাদের সঙ্গে ছিল। ছাত্র-জনতার গণ আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট খুনী হাসিনা সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের প্রত্যক্ষ ভোটে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ ১লা সেপ্টেম্বর (রবিবার) সকাল ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর রাঙ্গুনিয়াস্থ মাজারে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
বেলায়েত হোসেন বুলু বলেন, দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থেকে ভোট বিহীন অবৈধ এ সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি – একটি শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গঠন করার জন্য। পতিত সরকারের দোসররা দেশে নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারায় লিপ্ত। আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে তাদের সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে। যে আদর্শ ও চেতনা নিয়ে শহীদ জিয়াউর রহমান বিএনপি গঠন করেছিল তা ধারণ সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের এইচএম রাশেদ খান, বেলায়েত হোসেন বুলু, সহ-সভাপতি আসাদুজ্জামান দিদার, শহিদুল্লাহ বাহার, খাইরুল আলম দিপু, এড. সাইদুল ইসলাম, হারুন আল রশীদ,
মামুনুর রহমান, হারুনর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক জমির উদ্দিন নাহিদ, সিরাজুল ইসলাম ভূঁইয়া, জহিরুল হক টুটুল, এম. আবু বক্কর রাজু, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম নয়ন, রাসেল খান, মোখলেছুর রহমান, মফিজ উদ্দিন সুমন, সহ-সাংগঠনিক সম্পাদক ইসহাক খান, ইকবাল হোসেন রুবেল, সাইফুল আলম দিপু, মোঃ সেলিম, সহ-দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম, সহ-পরিবার বিষয়ক সম্পাদক জাকির হোসেন মিশু, ডবলমুরিং থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নোমান সিকদার সোহাগ, পাঁচলাইশ থানা সদস্য সচিব মহিউদ্দিন রুবেল, রাজিম আকন্দ, মুজিবুর রহমান বাবু, আনোয়ার হোসেন বাদশা, মনছুর উদ্দিন, মো. রুবেল, মো. কাদের, আব্দুল করিম, মো. সাইফুল প্রমুখ।