কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: বন্যায় ক্ষতিগ্রস্থ চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ি উপজেলার বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদ, কেপিএম কয়লার ডিপু শ্রীমদ ভাগবত সংঘ এবং কাপ্তাই সনাতনী সম্প্রদায়।
রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফটিকছড়ি উপজেলার ৪নং ভুজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের পোদ্দার পাড়া, ৭নং ওয়ার্ডের শীলপাড়া রঙ্গীপাড়া ও নাথ পাড়া, ৮নং ওয়ার্ডের আমতলী মুসলিম পাড়া এলাকার ৪০টি পরিবারকে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। এসময় কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উৎপল ভট্টাচার্য, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ফটিকছড়ি উপজেলা দৈনিক আজাদী ও দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মো. জীপন উদ্দীন, কাপ্তাই শ্রীমদ ভাগবত সংঘের অর্থ সম্পাদক শিশির মল্লিক রুবেল, জেএইচপি কাপ্তাই উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আশুতোষ মল্লিক, ভাগবত সংঘের সহ-সাধারণ সম্পাদক সুজন দাশ, কেপিএম কয়লার ডিপু সনাতনী সম্প্রদায়ের সমাজকল্যান সংগঠনের আহবায়ক মনতোষ মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সদস্য সুমন দাশ, কাপ্তাই ছাত্র সমাজের প্রতিনিধি পল্লব মল্লিক,ভুজপুর নিবাসী মো. মানিক ও রাজীব কর্মকার উপস্থিত ছিলেন।