ন্যক্কারজনক হামলার প্রতিবাদে চমেকেও বিক্ষোভ-মানববন্ধন

সারা দেশের মতো চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও বিক্ষোভ কর্মসূচি দিয়ে চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন চিকিৎসকেরা।

রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর থেকেই জরুরি বিভাগ ও বহির্বিভাগের চিকিৎসা সেবা বন্ধ করে চমেকের প্রধান ফটকে কর্মবিরতিতে যান চিকিৎসকরা।

এ তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসন বিভাগ। তবে চমেকের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক ডা. জসিম উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ হয়নি।

এদিকে, চট্টগ্রাম মেডিকেলের ইমার্জেন্সি ও বহির্বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। দুপুর থেকেই চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গেছে চিকিৎসা প্রার্থীদের।

চমেকে চিকিৎসা নিতে আসা মো. আকাশ ও আব্দুল মোনাফ নামক রোগীর অভিভাবকেরা জানান, দুপুরে মেডিকেলের ৬ তলায় ৩১ নম্বর ওয়ার্ডে ২ নম্বর ইউনিট থেকেও সকল রোগীদের ফাইলপত্র ডিউটিরত চিকিৎসকরা নিয়ে গেছেন। বলেছেন চিকিৎসা দেওয়া হবে না। সব বন্ধ আপনারা ওয়ার্ড থেকে বের হয়ে যান। কেউ কেউ ভয়ে বের হলেও অনেকেই রয়ে গেছেন।’

এমনকি সকালে বহির্বিভাগে কিছু সময়ের জন্য চিকিৎসাসেবা দেওয়া হলেও দুপুরের পর থেকেই তা বন্ধ করে দেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতালের প্রধান ফটকে কর্মসূচি চলছে বলে জানান চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক।