পূর্বের ক্ষমতাসীনরা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে : পরিবেশ উপদেষ্টা

ভ্যানগাড়িতে লাশের স্তূপের বিষয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘আগের ক্ষমতাসীনরা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। পুলিশ জনগণের বন্ধু, এটা প্রমাণ করা সম্ভব হয় নাই।’

আজ রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন পরিবেশ উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, ‘পুলিশ কমিশন গঠন করা হবে। জাতিসংঘের প্রতিনিধি দল সংস্কারের যে সুপারিশ দেবে, সেটাও বিবেচনা করা হবে।’

পরিবেশ উপদেষ্টা বলেন, ‘গত ৫৩ বছরে পুলিশ জনগণের পুলিশ হয়ে উঠতে পারেনি। যখন যে দল ক্ষমতায় এসেছে, তারা পুলিশকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে। সংস্কারের মধ্য দিয়ে সত্যিকার বাংলাদেশ পুলিশ গড়তে চাই।’

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আগে অপরাধীরা পুলিশকে ভয় পেত, কিন্তু এখন ভালো মানুষ ভয় পায়। পুলিশের মধ্যে একটা তাড়না আছে নিজেদের সংস্কার করার। জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসবে তারা সংস্কারের প্রস্তাব দেবে।’