পুলিশের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে পুলিশ সদর দফতরে ফেরত দিতে হবে।
আজ রোববার (১ সেপ্টেম্বর) পুলিশ সদর দফতর থেকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
গত ৩১ আগস্ট পর্যন্ত থানা, পুলিশ লাইন ও পুলিশ ফাঁড়িসহ বিভিন্ন স্থান থেকে সাম্প্রতিক অভিযানে লুট হওয়া মোট ৩ হাজার ৮৭২টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড গুলি, ২২ হাজার ২০১টি টিয়ার শেল ও ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে।
লুট হওয়া সব অস্ত্র ও গোলাবারুদ দ্রুত উদ্ধারে দেশব্যাপী সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও।