চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১

নগরের খুলশী থানাধীন টেকনিক্যাল মোড় এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ রোববার (১ সেপ্টেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুবরণকারী সাদমান ছামিদুর রহমান (১৭) ষোলশহর আল মাদানি সড়কের ওবায়দুর রহমানের ছেলে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবিরুল ইসলাম বলেন, ভোরে টেকনিক্যাল মোড়ে এ দুর্ঘটনার ভিডিও ফুটেজ পেয়েছি।

এতে দেখা গেছে, একটি কাভার্ড ভ্যানের সামনে ওই ব্যক্তি লাফ দেয়। কাভার্ড ভ্যানটি তাকে টেনে কিছু দূরে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।