লোহাগাড়ার আমিরাবাদে গাছের ডালে ঝুলছে আনুমানিক ৩০ বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মরদেহ।
আজ শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের খালের দোকান সংলগ্ন এলাকায় ওই যুবকের মরদেহ দেখতে পান স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে মহাসড়ক সংলগ্ন একটি কাঠবাদাম গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় এক যুবককে দেখতে পান। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে আশপাশের অনেক লোক জড়ো হন। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত যুবকের মরদেহ ঝুলন্ত অবস্থায় আছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।