দেশের অন্যতম পাইকারী বাজার চাক্তাই এলাকায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য নিয়ে ট্রাক, কাভার্ডভ্যান গুলো আসে। এখান থেকে পণ্য নিযে আবার বিভিন্ন গন্তব্যে যায়। প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এই পণ্যবাহী গাড়ি থেকে চাক্তাই শিল্প ও ব্যবসায়ী সমিতির কেরানী ইউনুছের নেতৃত্বে বিএনপি নেতা মফিজ, চট্টগ্রাম জেলা ট্রাক মালিক গ্রুপের নেতা নজরুল ইসলাম, মিলন নিয়মিত চাঁদা আদায় করে।
রাস্তায় কৃত্রিম যানজট সৃষ্টি করে। তারা দীর্ঘদিন এই কাজ করে যাচ্ছেন। কিন্তু গত ৩০ আগস্ট চট্টগ্রামের সুনামধন্য পত্রিকা দৈনিক পূর্বকোণে চাক্তাই ব্যবসায়ী সমিতির বরাত দিয়ে একটি প্রতিবেদনে এই চাঁদাবাজদের রক্ষা করতে চাকতাই ট্রাক মিনি ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি নিজাম উদ্দীন কাজলকে জড়িয়ে মানহানিকর সংবাদ প্রকাশ করে।
অথচ ঐ প্রতিবাদ সভায় প্রধান অতিথি চট্টগ্রাম চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক এনামের বক্তব্য বিকৃত করে দৈনিক পূর্বকোণে প্রকাশিত হয়েছে। আজ ৩১ আগস্ট বিকালে ৪ টায় চাকতাই খাতুনগঞ্জ ট্রাক মালিক সমিতির কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় বক্তারা উপরোক্ত কথা বলেন। মোঃ জোসেফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা আরও বলেন চাঁদাবাজের মূলহোতাদের নাম উল্লেখ করে গত ১১/০৩/২০২৪ইং সিএমপি কমিশনার বরাবরে অভিযোগ দিয়েছিলেন নিজাম উদ্দীন কাজল। এতে ক্ষিপ্ত হয়ে ইউনুছ কেরানী উল্টো নিজাম উদ্দিন কাজলকে চাঁদাবাজ সাজাতে মরিয়া হয়ে উঠেছেন। বক্তারা পণ্য পরিবহন সরবরাহ চেইন ঠিক রাখতে চাঁদাবাজ, যানজটমুক্ত চাক্তাই গড়ে তুলতে সেনাবাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেন। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জামাল উদ্দিন, কামাল উদ্দিন, নুরুল হক ড্রাইভার প্রমুখ।