নিজস্ব প্রতিবেদক : দেশের বহুল সমালোচিত এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ ও তার পরিবারের সদস্যদের ব্যবহৃত ১৪টি বিলাসবহুল গাড়ি রাতের আধাঁরে গোপনে এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নেওয়ার ঘটনায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির শীর্ষ তিন নেতা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম এবং কর্ণফুলী থানা বিএনপির আহ্বায়ক এসএম মামুন মিয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।
এদিকে শনিবার (৩১ আগষ্ট) দুপুর ২টায়, দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে মিথ্যা সংবাদ প্রচার করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবু সুফিয়ান লিখিত বক্তব্যে বলেন গতকাল শুক্রবার ৩০ আগস্ট বিভিন্ন ইলেক্ট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় বিশেষ করে ডিবিসি নিউজ টিভি আমাদেরকে এবং এস আলম গ্রুম্নপকে নিয়ে একটি বিভ্রান্তিকর মিথ্যা, ভিত্তিহীন ও সম্পূর্ণরূপে উদ্দেশ্যে প্রণোদিত সংবাদ প্রচার করেছে। যা দেখে আমরা বিস্মিত হয়েছি। আমরা মনে করি, এ ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচারের ফলে জনমনে বিভ্রান্তি ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এনামুল হক এনাম রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মেট্রেপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টি এর সম্মানিত পরিচালক ও চট্টগ্রামের বানিজ্যিক এলাকা চাক্তাই চাউল ব্যবসায়ী সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। বিএনপির একজন কর্মী হিসেবে তিনি বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রামে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তৎকালীন ফ্যাসিবাদী পতিত আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে রাজনৈতিক প্রতিহিংসামূলক মিথ্যা ও বানোয়াট মামলার আসামি হয়ে একাধিকবার কারাবরণ করেছেন। তিনি ব্যবসায়িক ও রাজনৈতিক জীবনে কোন ধরনের অন্যায় এবং অবৈধ কাজে কখনোই জড়িত ছিলেন না। কিন্তু একটি বিষয়কে সঠিকভাবে যাচাই না করে বিভিন্ন মিডিয়া ও ডিবিসি নিউজ টিভি কি কারণে উদ্দেশ্যমূলক এই মিথ্যা সংবাদ প্রচার করেছে, তা আমাদের বোধগম্য নয়। আমরা মনে করি, আমাদের সাংগঠনিক কর্মকান্ডকে বাধাগ্রস্ত এবং সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের বিভ্রান্তিমূলক প্রতিবেদন প্রচার করেছে।