চট্টগ্রাম নগরীতে রেসি প্রতিযোগিতায় নেমে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনায় একজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) জামাল খান প্রেস ক্লাবের সামনে সকাল ৯টায় এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি ওবায়েদুল হক। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি জব্দ করা হয়েছে।