পতেঙ্গায় নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পতেঙ্গার চরপাড়া বাঁধের পাথরের আড়ালে পড়ে থাকা অজ্ঞাত এক নারীর মরদেহ করেছে পতেঙ্গা থানা পুলিশ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা।

আজ বুধবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে স্থানীয় সূত্রে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঐ নারীর মরদেহ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারে সহায়তা করে গাউসিয়া কমিটির সদস্যরা।

থানা সূত্রে আরো জানা গেছে, মূলত নারীর মরদেহ উদ্ধার করা হয় পতেঙ্গা মডেল থানাধীন চরপাড়া ঘাট থেকে আনুমানিক ১০০ গজ পশ্চিম দিকে সাগরপাড়ে ব্লকের উপর থেকে।

ধারণা করা হচ্ছে মরদেহ উদ্ধার করা ঐ নারী বয়স ২৭/২৮ বছর। ডিসি বন্দর বিভাগ এবং এসি কর্ণফুলী জোন উদ্ধারস্থল পরিদর্শন করেন। সিআইডি ফরেনসিক টিম উদ্ধারস্থলে হাজির হয়ে মৃতদেহ সনাক্তকরণ প্রক্রিয়া কার্যক্রম করে। মৃত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ওসি মো. মাহফুজুর রহমান জানান, মৃতের সঠিক কারণ নির্ণয়ের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। উদ্ধারস্থল পরিদর্শন করে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়। মৃত নারীর পরিচয় সনাক্তসহ পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।