বাড়বকুণ্ডে ও দীঘিরনামায় বিষাক্ত মদ্য পানে মৃত্যু ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিষাক্ত মদ পানে দু’জনের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট) সকালে উপজেলার বাড়বকুণ্ডের নতুন পাড়া ও দীঘিরনামা এলাকায় নিজ নিজ ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন জাহাঙ্গীর আলম ও আবুল বশর। তারা দু’জনই অটোরিকশাচালক। তবে তাদের পরিবারের দাবি, তাদের মৃত্যু মদ পানে নয়। সুগার নীল হয়ে তারা মারা গেছেন।

সূত্রে জানা যায়, দীঘির নামা কাপ্তান বাড়ীর আমিনুল হকের ছেলে জাহাঙ্গীর আলম (৪০) ও তার বন্ধু নতুন পাড়ার মো: আব্দুল্লাহর ছেলে আবুল বশর (৩৮) দীর্ঘদিন ধরে মদ পানে অভ্যস্ত ছিল। তারা প্রতিদিনের মতো মঙ্গলবার রাতেও এক সাথে বাড়বকুণ্ড বাজারে মদ পান করে। (স্থানীয়ভাবে উৎপাদিত বাংলা মদ)। এরপর তারা বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। গতকাল সকাল পেরিয়ে গেলেও ঘুম থেকে না উঠলে পরিবারের লোকজন তাদেরকে ডাকাডাকি শুরু করে। একপর্যায়ে তারা রুমে ঢুকে তাদেরকে মৃত অবস্থায় দেখতে পান।

জাহার্ঙ্গীর আলমের বড় ভাই সেলিম উদ্দিন বলে, তারা দু’জন বন্ধু ছিল এটা ঠিক। তবে তারা মদ পানে নয়, সুগার নীল হয়ে মরা গেছেন।

এ বিষয়ে স্থানীয় ইউপি মেম্বার জসিম ও সোহেল অভিন্ন বক্তব্য দিয়ে বলেন, তারা মাদকসেবী ছিল। এটা ঠিক। পরিবার থেকে জানতে পেরেছি, তারা রাতে ঘুমন্ত অবস্থায় মারা গেছেন। তাদের একজনকে সকালে আর অপরজনকে দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন পিপিএম বলেন, বিষয়টি আমরা তদন্ত করছি।