সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালীতে সৌদি প্রবাসী শাহাব উদ্দিনের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
বুধবার (২৮ আগস্ট) ভোর রাতে উপজেলার খুটাখালী ইউনিয়নের পশ্চিম গর্জনতলী গ্রামে ঘটেছে এ ঘটনা।তবে সকালে চুরির বিষয়টি বুঝতে পারেন ওই পরিবারের সদস্যরা। এর আগে প্রবাসী শাহাব উদ্দীনের স্ত্রী রুবি আকতার মঙ্গলবার বিকেলে স্বামীকে রিসিভ করতে চট্টগ্রাম বিমানবন্দরে যান। সেখানে তিনি বোনের বাসায় অবস্থান করেন।
চুরির স্বীকার পরিবারের দাবি ও প্রবাসীর ভাই রুবেল বলেন, তার ভাই শাহাব উদ্দিনকে রিসিভ করতে স্ত্রী চট্টগ্রামে অবস্থান করার সুযোগে বসতবাড়ীর দরজার লক কেটে চোরের দল বাসায় রক্ষিত নগদ ৮১ হাজার টাকা, প্রায় সোয়া ২ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্তত ৪ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
স্থানীয় ওয়ার্ড মেম্বার ছৈয়দ হোছাইন চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঐ বসতঘর পরিদর্শন করি এবং ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি অবহিত করি।
চাকরিয়া থানার ওসি শেখ মোঃ আলী জানান, বিষয়টি নিয়ে কেউ আমাকে জানায়নি। তাছাড়া বাড়িতে এত মূল্যবান মালামাল রেখে এইভাবে বাড়ি খালি রেখে যাওয়া কোনো অবস্থায় ঠিক হয়নি। তবুও অভিযোগ পেলে আইনগগত ব্যবস্থা নেয়া হবে।
বাড়ি আমাদের চট্টগ্রাম কক্সবাজার প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট!