হাটহাজারী-ফটিকছড়ি বন্যায় ক্ষতিগ্রস্থ বানভাসিদের মাঝে রজভীয়া নূরীয়া কমিটির ত্রাণ সামগ্রী বিতরণ
আন্জুমানে রজভীয়া নূরীয়া ট্রাস্টের সভাপতি পীরে তরিক্বত হযরতুলহাজ¦ আল্লামা মুহাম্মদ আবুল কাশেম নূরীর (মু.জি.আ) নির্দেশনায় রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ২৮ আগস্ট বুধবার বিকেলে হাটহাজারী ও ফটিকছড়ি ভুজপুরের বন্যা কবলিত ক্ষতিগ্রস্থ বানভাসিদের ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এসময় নেতৃবৃন্দ বানভাসিদের সহযোগিতা করার জন্য দেশের বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানান।
ত্রাণসামগ্রী বিতরণকালে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মাহমুদুল হক রাজিব, ভাইস চেয়ারমান মুহাম্মদ জাহেদুল হাসান রুবায়েত, মহাসচিব মাওলানা মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, মুহাম্মদ জাকারিয়া, মাওলানা মুহাম্মদ এনামুল হক, মাওলানা মিনহাজ উদ্দিন সিদ্দিকী, মুহাম্মদ তারেক আজিজ, মুহাম্মদ আয়ুব তাহেরি, মাওলানা নাজিম উদ্দীন নুরী, মুহাম্মদ আমান উল্লাহ, এইচ. এম নিজাম উদ্দিন চৌধুরী, মাওলানা ছালামত রেজা কাদেরী, হাফেজ মাওলানা আবু সালেহ সাফওয়ান নুরী, মুহাম্মদ জাকের হোসেন, মুহাম্মদ আরিফ মঈন উদ্দীন (মনির), মুহাম্মদ ওসমান গণি , মুহাম্মাদ জিয়াউদ্দিন বাবু, মুহাম্মদ আবু হানিফ, মুহাম্মদ ফোরকান, আরিফুল ইসলাম (হৃদয়), মুহাম্মদ কাইছার, মুহাম্মদ আনসার উদ্দীন, মুহাম্মদ জুয়েল উদ্দীন, মুহাম্মদ নাজমুল হায়দার, মুহাম্মদ জামাল উদ্দীন, মুহাম্মদ আব্দুর রহিম, হাফেজ জাবেদ ইকবাল, সালাউদ্দিন, হাসিব, শিহাব প্রমুখ।