আহলে সুন্নাত ওয়াল জামা’আতের শান্তি-সম্প্রীতি সমাবেশ ৩১ আগস্ট

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার দ্রুত বিচার, ইসলামী স্থাপনা সুরক্ষা, সংখ্যালঘুদের নিরাপত্তা ও মিডিয়া ব্যক্তিত্ব শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী (রহ)’র হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে আহলে সুন্নাত ওয়াল জামা’আত এর উদ্যোগে আগামী ৩১ আগস্ট শনিবার বেলা ২টা হতে রাউজান জলিল নগর বাসস্ট্যান্ড চত্বরে অনুষ্ঠিতব্য শান্তি-সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি সফল করার লক্ষ্যে আজ ২৮ আগস্ট বুধবার বিকেল ৫টায় রাউজান কার্যালয়ে সমাবেশ প্রস্তুতি কমিটির আহবায়ক অধ্যক্ষ আল্লামা হাফেজ আবু জাফর সিদ্দিকীর সভাপতিতে¦ প্রস্তুতি সভা অনুষ্টিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ আল্লামা ইলিয়াছ নূরী। মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আল্লামা ইয়াছিন হোসাইন হায়দারী, আল্লামা ইদ্রিস আনসারী, মাওলানা কাযী মুহাম্মদ শফিউল আজম, মাওলানা মুরশেদ রেযা কাদেরী, মাওলানা সাইফুল ইসলাম নেজামী, মাওলানা সালামত রেযা কাদেরী প্রমুখ। সভায় বক্তাগণ রাউজানের সর্বস্তরের সুন্নীজনতাকে স্ববান্ধবে সমাবেশে উপস্থিতি হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানান।