চবির শাটল ট্রেনে কাটা পড়ে মৃত্যু ১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ষোলোশহর স্টেশনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ষোলোশহর জংশন রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) অলি উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের শাটলে ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এখনও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ষোলোশহর স্টেশন মাস্টার জয়নাল আবেদিন গণমাধ্যমকে বলেন, ষোলোশহর স্টেশনে রাত সাড়ে ১০টার দিকে শাটল ট্রেন ছাড়ার সময় অজ্ঞাত এক ব্যক্তি ট্রেনের সামনে এসে শুয়ে পড়েন। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৬০ এর মধ্যে। এটি একটি আত্মহত্যা। তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেকে) রয়েছে।