রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
গতকাল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে চার শতাধিক মানুষের মাঝে এ সহায়তা বিতরণ করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাশ।
বিতরণকালে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তরা স্বাভাবিক অবস্থায় না ফেরা পর্যন্ত খাদ্যসহ প্রয়োজনীয় অন্যান্য সহায়তা প্রদান সরকারের পক্ষ থেকে অব্যাহত থাকবে। এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাশেদুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।