“আ’লীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে”

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন বলেছেন, আওয়ামীলীগের সিন্ডিকেট ব্যবসায়ীরা দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে।দীর্ঘ ১৬ টি বছর অবৈধ আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থেকে দলীয় লোক দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে।আওয়ামী লীগের সিন্ডিকেট ব্যবসায়ীদের হাতে এদেশের সাধারণ ব্যবসায়ীরা জিম্মি ছিল। যার প্রেক্ষিতে দ্রব্যমূল্যের উর্ধগতিতে সাধারণ জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। আজ স্বৈরাচারমুক্ত, সিন্ডিকেট মুক্ত হয়েছে। সাধারণ ব্যবসায়ীরা স্বস্তি ফিরে পেয়েছে। প্রতিটি জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

তিনি আজ ২৭ আগস্ট, মঙ্গলবার, সন্ধ্যায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন বক্সিরবিট মসজিদ সংস্কার কাজ পরিদর্শন শেষে এ কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন,আজ দেশের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। কুমিল্লা ফেনী মিরসরাই ফটিকছড়ি সহ চট্টগ্রাম জেলার হাজার হাজার মানুষ পানিবন্দি আছে। ব্যবসায়ী মহলসহ সমাজের সর্বস্তরের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি। এছাড়া আপনাদের মসজিদ সংস্কারসহ জনগণের কল্যাণ আমার হাত প্রশস্ত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নান, বেলায়েত হোসেন, আহমদ হোসেন, আবুল মুনসুর, নুরুল আফসার, ফজল, জাকির হোসেন, আহমদ, মোঃ নাসিরউদ্দিন, মোঃ ইসমাইল, আবদুল হান্নান, আবদুস সামাদ, এস এম আহমদ হোসেন, আবুল বশর, ফজল আহমদ,আহমদ হোসেন,আবদুল করিম প্রমুখ।