টুয়াক: মিজানুর রহমান মিল্কী আহবায়ক ও আনোয়ার হোসেন সদস্য সচিব

দক্ষিণ চট্টগ্রামের পর্যটন সেবীদের একমাত্র রেজিস্টার্ড সংগঠন ট্যুর অপারেটর ওনার্স এসোসিয়েশন অব কক্সবাজার (টুয়াক) এর আহবায়ক কমিটি গঠিত হয়েছে।

তারা হলেন, মিজানুর রহমান মিল্কী আহবায়ক ও আনোয়ার হোসেন সদস্য সচিব, সদস্য কফিল উদ্দিন, আলী রাজ ও আবদুল্লাহ আল ইমরান।

২৭ আগস্ট টুয়াকের বিশেষ সাধারণ সভায় টুয়াক সভাপতি এম. রেজাউল করিমের সভাপতিত্বে টুয়াক কার্যকরি কমিটির মেয়াদ পূর্তিতে টুয়াকের চলমান কাজকে বেগবান ও সুন্দর আগামীর নেতৃত্বের ক্ষেত্র তৈরির মাধ্যমে একটি শক্তিশালী টেকসই পর্যটন পেশাজীবি সংগঠনে রুপদানের জন্য টুয়াকের সদস্যদের উপস্থিতিতে ও সম্মতিতে ৫ সদস্য বিশিস্ট আহবায়ক কমিটি গঠিত হয়।

সভায় মূল্যবান বক্তব্য প্রদান করেন, এস. এম. কামরুজ্জামান ওবায়দুল, তৈয়ব উল্লাহ, এরশাদুল্লাহ খান, মমতাজ মিয়া রাজু, আনোয়ার হোসেন, ইমরান হোসেন, হোসেন ইসলাম রাশেদ, হুমায়ুন ইসলাম সুমন, হাসান মাহমুদ, আলী রাজ জিবুলু, নুরুল হাসান প্রমুখ।