বগাচতর ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে গিয়ে এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

সীতাকুণ্ডের বগাচতর ভূঁইয়ারহাট খালে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আইআইইউসির মেধাবী ছাত্র ও ছাত্রশিবির কর্মী রায়হান উদ্দিন রাজুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটেছে। নিহত রাজু উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের এনায়েতুল্লা হুজুর বাড়ির মোঃ ছলিমুল্লাহ খানের বড় সন্তান বলে জানা গেছে।

জানা যায়, দুপুরে দিকে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের বগাচতর ভূঁইয়ারহাট খালে মাছ ধরার জন্য জাল ফেলে রায়হান। এ সময় সে জাল তুলে আনতে গিয়ে গভীর খালে পরে যায়।

সে সাঁতার না জানায় গভীর খালের পানিতে ডুবে যায়। একপর্যায়ে পাশের এক ব্যক্তি ডুবে যাওয়া অবস্থায় দেখে খালে নেমে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নেয়ার পথে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।