বন্যার্তদের পাশে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় গত ২২ই আগস্ট থেকে অদ্যাবধি পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু দের প্রেরণ , গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনা,শুকনো খাবার, রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, জামাকাপড়, স্যানিটারি প্যাড, সুরক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান।

ক্ষতিগ্রস্থ মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, পটিয়া, চন্দনাইশ, বোয়ালখালী উপজেলায় যুব স্বেচ্ছাসেবকরা বর্তমান পরিস্থিতি পূর্ববর্তী সচেতনতা মূলক বার্তা প্রচার, বর্তমান কার্যক্রম এবং পরিস্থিতি পরবর্তী পরিকল্পনা প্রণয়ন চলমান রয়েছে।

ইতিমধ্যে গত ২২ই আগস্ট থেকে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয় থেকে কনট্রোল রুমের মাধ্যমে ৯৫০ জন মানুষকে জরুরি সাড়াপ্রদান করা হয়েছে। মিরসরাই এবং ফটিকছড়ি উপজেলায় যুব রেড ক্রিসেন্ট, সেচ্ছাসেবকদের মাধ্যমে প্রায় ১৫৪০ জনের অধিক পানিবন্ধী জনসাধারণকে উদ্ধার করে আশ্রয় প্রেরণ করা হয়েছে। মিরসরাই, ফটিকছড়ি, হাটহাজারী, চন্দনাইশ, সাতকানিয়া, পটিয়া, বোয়ালখালী উপজেলায় ১৮৫০ পরিবার শুকনো খবার, ৮০০০ লিটার বিশুদ্ধ পানি, ৬০০০ টি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হয়েছে এবং ৩৬৫০ জনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় এছাড়া ফটিকছড়ি উপজেলার বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকায় নারীদের সুরক্ষা সামগ্রী স্যানিটারি প্যাড বিতরণ করা হয় । বিভিন্ন উপজেলায় সংগ্রহীত আনুমানিক ৬০০০ জন কে জামাকাপড় প্রদান করা হয়

এ বিষয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ বলেন অতীত থেকেই যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিট যেকোনো প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগে কাজ করে আসছে। ২২ ই আগস্ট থেকে অদ্যাবধি যুব সেচ্ছাসেবীদের কর্মযজ্ঞ চলমান আছে ও বন্যার্তদের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাওয়া হবে । প্রায় দুই শতাধিক সেচ্ছাসেবীদের আপ্রাণ চেষ্টায় এই দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো সম্ভব হচ্ছে। তিনি সকল সেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আরো জানান পরবর্তীতে চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ক্ষতিগ্রস্ত উপজেলা সমূহে জরিপ কার্যক্রম পরিচালনা করা হবে এবং পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়ে কন্ট্রোল রুমে খোলা হয়েছে । জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ এবং ০১৮২০-১৩১২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।