শিক্ষার্থী নাহিদ হত্যায় হাসিনা-রেহানা-শেখ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুর-১০ নম্বরে এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. নাহিদুল ইসলামকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ৪১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালতে নাহিদুলের ভাই মো. সবুজ এই আবেদন করেন।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মিরপুর থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আইনজীবী আরও বলেন, মামলার উল্লেখ্যযোগ্য অপর আসামিদের মধ্যে রয়েছেন— ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, শেখ ফজলে নূর তাপস, তার ভাই শেখ ফজলে শামস পরশ, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালী আসিফ ইনান, রিয়াজ মাহমুদ, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, হাবিবুর রহমান, হারুন অর রশীদসহ প্রমুখ।

আরজিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুর-১০ নম্বরে গত ১৯ জুলাই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনী আন্দোলনকারীদের ওপর গুলি চালায়। এতে নাহিদুল ইসলাম ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে মারা যান।