‘‘সুখী সমৃদ্ধ দেশ গঠনে পেশাজীবীদের সমর্থন চায় জামায়াত’’

জাময়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেছেন, জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠনের সংগ্রামে নিয়োজিত রয়েছে। এজন্য আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। সুখী সমৃদ্ধ দেশ গঠনে পেশাজীবীদের সমর্থন চায় জামায়াত।

যশোরে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ও ব্যাংকার অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।

সোমবার (২৬ আগস্ট) বেলা ১১টায় শহরের হোটেল রেড টাউনে যশোর ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) ডাক্তার শরীফুজ্জামান রনজুর সভাপতিত্বে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শহর সাংগঠনিক জেলা আমীর অধ্যাপক গোলাম রসুল বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতা-সৈনিকের অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এর মাধ্যমে দেশের মানুষ মুক্তির সুবাতাস অনুভব করছে।

জেলা আমীর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ডাক্তাররা ছাত্রদের পক্ষে ভূমিকা রেখেছে তা প্রশংসানীয়। এদেশের তরুণ ছাত্রসমাজ আমাদেরকে নতুন বাংলাদেশের সন্ধান দিয়েছে। তাই ছাত্র সমাজের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে জামায়াতের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অথিতি ছিলেন- যশোর শহর সাংগঠনিক জেলার নায়েবে আমীর বেলাল হোসাইন, সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, সহ-সেক্রেটারি অধ্যাপক মো. শামসুজ্জামান, অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সংস্কৃতিক সম্পাদক অধ্যাপক আবুল হাসিম রেজা, যশোর কর্ম পরিষদের সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, পেশাজীবী থানার সভাপতি খন্দকার রশীদুজ্জামান রতন, খুলনা মহানগরী সভাপতি ডা. শামীম পারভেজ প্রিন্স, যশোরের সেক্রেটারি আবু ফয়সাল, অফিস সম্পাদক গাউছুল আজম। সভা সঞ্চালনা করেন ফোরামের সেক্রেটারি ডা. আনিসুর রহমান।
এদিকে এদিন সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকার অ্যাসোসিয়েশন যশোর শাখার সাধারণ সভা একই স্থানে অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশন যশোর শাখার সভাপতি সৈয়দ শামসুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম রসুল। পরিচালনা করেন অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ইকবাল হোসেন খান।