জাতি আজ অপশাসন থেকে মুক্তি পেল- শাহজাহান চৌধুরী

শামসু উদ্দীন ,টেকনাফ প্রতিনিধি:: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কক্সবাজার জেলা বিএনপির সভাপতি এবং উখিয়া টেকনাফের সাবেক সাংসদ (বর্ষিয়ান নেতা)শাহজাহান চৌধূরী স্থানীয় নেতা,কর্মী ও জনতার উদেশ্য বলেন,আওয়ামী লীগ সরকার এক দলীয় শাসন ক্ষমতায় থাকার পর দীর্ঘ ১৫ বছর জুলুম নির্যাতন নিপীড় ঘুম,খুন এবং আয়না ঘরে রাখার পর ও ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। আল্লাহর অশেষ রহমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট চূড়ান্ত সময়ে তথাকথিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তোপের মুখে পদ ত্যাগ করে ভারতে চলে যায়।

আজ ২৬ আগস্ট বিকালে টেকনাফ পৌর শহর পথ সভায় তিনি এ কথাগুলো বলেন। তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন,বর্তমান নির্দলীয় সরকার দেশ পরিচালনায় থাকাকালে সীমান্ত উপজেলা উখিয়া টেকনাফের হানি আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বিশেষ করে সংখ্যালগু সাম্প্রদায়ের জান মাল ও ইজ্জত সম্মান রক্ষা করার আহ্বান জানান।বাংলাদেশ কারো পৈতৃক সম্পত্তি নয় এবং এটি গণপ্রজাতন্ত্রের সম্পদ। এ সম্পদ রক্তার্থে ঐদিন ছাত্র-জনতা এবং ইসলামী মূল্যবোধের বিশ্বাসী ও জাতি ধর্ম নির্বিশেষে সবাই এগিয়ে এসেছিল। আজ আমরা নতূনভাবে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে বিশ্বকে প্রমাণ করে দিয়েছি। পরে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী আবু ছিদ্দিক মার্কেট চত্বরে সাংবাদিকদের ব্রিপিংকালে বলেন,রোহিঙ্গা সমস্যা আজ প্রকট আকার ধারণ করেছে। আজ ১২ লাখ রোহিঙ্গা উখিয়া-টেকনাফ বসবাস করছে। যা নিয়ে জনগণ নানা সমস্যার মধ্যে ভোগছে। অচীরেই রোহিঙ্গাদের তাদের দেশে ফিরে যেতে হবে। তিনি এক প্রশ্নের বলেন, অতীতে টেকনাফে একটি পরিবারের কাছে ব্যবসা-বাণিজ্য নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীরা ঐ পরিবারের কাছে জিম্মি ছিল। এখন থেকে বাংলাদেশের সকল ব্যবসায়ীরা উন্মুক্তভাবে ব্যবসা করার সুযোগ পাবে। অপর দিকে শাহপরীরদীপ করিডোর আমার আমলে স্থাপিত হয়েছিল।আজ সেই করিডোর সাত বছর ধরে বন্ধ রয়েছে। তা তদন্ত করে শীঘ্রই ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়াও ২০১৭ সাল থেকে নাফ নদীতে মাছ আহরণ বন্ধের বিষয়ে তিনি বলেন, মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ এর তকমা দিয়ে নাফ নদীতে মাছ আহরণ অযুক্তিক সিদ্ধান্ত। এটি মানা যাবেনা। টেকনাফের ১০ হাজার বেকার জেলেদের পুনর্বাসন করা হবে এবং তাদের পেশায় নিয়োজিত করা হবে। আগামী ২৮ আগস্ট সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদ ভারতে দীর্ঘ ১০ বছর তারাবন্দি থাকার পর কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করবে। এ উপলক্ষে টেকনাফ এক জরুরী সভা শেষে তিনি সবাইকে আমন্ত্রণ জানান। এ সময় উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী,উপজেলা পৌর বিএনপি সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ও পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।