‘আগামীর সমৃদ্ধ বাংলাদেশ ছাত্রসমাজ নিজ হাতে গড়ে তুলবে’

মানব কল্যাণে ছাত্রসমাজের ভূমিকা রাখতে এবং একটি সুন্দর, সুস্থ ও গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত করতে ছাত্রজনতা প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন আশুলিয়া থানা ছাত্রদল নেতা আলহাজ মাদবর।

সোমবার (২৬ আগস্ট) আশুলিয়া থানা ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে এক সমাবেশে এসব কথা বলেন তিনি। তাছাড়া, ছাত্রজনতা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তিনি আরও বলেন, ‘যদি দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতিতে ফেলার পরিকল্পনা করা হয় তাদেরকেও ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো পরিণতি ভোগ করতে হবে। ঐক্যবদ্ধ ছাত্রসমাজ দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে সর্বদা প্রস্তুত।’

স্বৈরাচারী সরকার পতন আন্দোলনে শহীদদের স্মরণ করে এ ছাত্রদল নেতা বলেন, ‘আমরা ছাত্ররা জীবন দিয়ে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রাম চালিয়েছি, মিথ্যা মামলায় জেল খেটেছি, স্বৈরাচারকে বিতাড়িত করেছি, স্বৈরাচারকে বিতাড়িত করেছি। কাজেই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ ছাত্রসমাজ নিজ হাতে গড়ে তুলবে।’

ছাত্রনেতা আলহাজ মাদবর আরও বলেন, সাম্প্রদায়িক যে কোনো অপশক্তিকে আমরা কঠোরভাবে দমন করে দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়তে আমরা সদা জাগ্রত। কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না।

চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার জন্য সকলকে আহ্বান জানান আশুলিয়া থানা ছাত্রদলের এ নেতা।