বন্যার্তদের জন্য ফ্রেন্ডস এসোসিয়েশনের কার্যক্রম অব্যাহত

বন্যার্তদের জন্য সংগঠন ফ্রেন্ডস্ এসোসিয়েশনের উদ্যোগে প্রায় ১,৫০,০০০ টাকার তহবিল গড়া হয়। যার ৫০ হাজার টাকা ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্রদের ত্রাণ ফান্ডে করেছে হস্তান্তর করা হয়েছে। অবশিষ্ট ১,০০,০০০ টাকা ফ্রেন্ডস্ এসোসিয়েশন সরাসরি বন্যার্তদের মাঝে বিতরণ করবে। বন্যা শুরুর পর থেকেই ফ্রেন্ডস্ এসোসিয়েশন বন্যার্তদের পাশে ছিলো।

আজ ২৫ জুলাই রবিবার ফ্রেন্ডস্ এসোসিয়েশনের অফিসে এসে ফতেয়াবাদ স্কুলের প্রাক্তন ছাত্রদের ত্রাণ তহবিলে এ অনুদান গ্ৰহন করেন হাটহাজারী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক আহসান লিটন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড আলী আরশাদ চৌধুরী।

এ সময় ফ্রেন্ডস এসোসিয়েশন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাসুদুল ইসলাম চৌধুরী, জাহাঙ্গীর আলম, মইনুল ইসলাম, কাজী ফয়সাল, মোহাম্মদ নইম উদ্দিন, মোহাম্মদ আলমগীর, শাহজাহান খোকন, এস কে রাজিব, মহিউদ্দিন আজম টিপু প্রমূখ।