মিরসরাই প্রতিনিধি:: মিরসরাই উপজেলার বন্যাদুর্গত মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করেছে রোটারি রোটার্যাক্টরা। রবিবার (২৫ আগস্ট) উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মধ্যম আজমনগর, উত্তর আজমনগর, মিঠানালা ইউনিয়নের সুফিয়া ও বামনসুন্দর এলাকায় লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়। একই দিন ফেনী ও হাটহাজারী এলাকাতেও বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সংগঠনটি। প্রায় ২০০০ পরিবারের মাঝে এসময় শুকনো খাবার, পানি, স্যালাইন, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট সহ জরুরী খাদ্য সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রোটার্যাক্ট রায়হান ইসলাম, জিয়াউদ্দিন হায়দার শাকিল, মোহাম্মদ শিহাব, আব্দুল আহাদ সহ রোটারেক্টররা।
মধ্যম আজমনগর এলাকার বাসিন্দা আফতাব আহমেদ জানান, বন্যায় আমাদের এলাকার বেশিরভাগ পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। গত চারদিন ধরে চলছে মানুষের চরম দুর্ভোগ দুর্দশা। এসময়ে পাশে দাড়ানোর জন্য রোটার্যাক্টদের ধন্যবাদ।
রোটার্যাক্ট রায়হান ইসলাম জানান, বন্যার শুরু থেকে বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকায় মানুষের মাঝে মানবিক এ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আগামী দিনগুলোতে তা অব্যাহত থাকবে।
বাড়ি আমাদের চট্টগ্রাম শহর থেকে দূরে বন্যাদুর্গত ২০০০ পরিবারের মাঝে রোটারি রোটার্যাক্টর ত্রাণ বিতরণ