শামসু উদ্দীন, টেকনাফ প্রতিনিধি: টেকনাফ কেরুনতলী সীমান্ত এলাকায় মিজান পরিচয়ে ক্ষমতার দাপট এলাকা বাসী অতিষ্ঠ। এই যুবকের নাম মিজান,পিতা মৃত ইসলাম। সে টেকনাফ সদর ৯ নং ওয়ার্ডের কেরুনতলী এলাকার। অজ্ঞাত পরিচয়ে কোস্ট গার্ডের মিজান বলে মোবাইলে গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসন সহ সকলকে অকথ্য ভাষায় গালিগালাজের অভিযোগ করছে স্থানীয়রা।
সে আদম ও মাদক পাচার সহ বিভিন্ন অপকর্মেের সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে। কেরুনতলীর দুই মিজান নিয়ে চলছে বিভ্রান্তিতে জনগণ। কোস্ট গার্ড সদর দপ্তরে দায়িত্বে নিয়োজিত ইঞ্জিন বোটের চালক মিজান সংশ্লিষ্ট দপ্তরের বিশ্বস্থ একজন যুবক। সে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার বিরুদ্ধে বিভিন্ন তকমা দিয়ে আসছে ঐযুবকটি। কেরুনতলী সীমান্ত পয়েন্টে চোরাচালান সুবিধা করতে না পেরে উক্ত মিজানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে প্রশ্নবিদ্ধ করেছে।