পুঁজিবাজারে কারসাজির কেউ ছাড় পাবে না : রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে কারসাজির সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। পুঁজিবাজারে অনিয়মের সঙ্গে জড়িতদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, ট্রান্সপারেন্সি বাড়লে পুঁজিবাজারের কারসাজিরা আর কোন প্রভাব ফেলতে পারবে না।

আজ রোববার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসির অডিটরিয়ামে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন বিএসইসি কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান এবং মো. মহসিন চৌধুরী ।

আমাদের প্রথম কাজ হলো পুঁজিবাজারের সুশাসন ফিরিয়ে আনা জানিয়ে রাশেদ মাকসুদ বলেন, গত ১৪ বছর ধরে চলা অনিয়মে আমরা অনেক পিছিয়ে গেছি। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে সময় লাগবে। তবে আমরা যদি ফোকাসড থেকে একসাথে কাজ করি, তবে আমরা এই সমস্যা তাড়াতাড়ি কাটিয়ে উঠব।

বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াতে হলে পুঁজিবাজারের ট্রান্সপারেন্সি বাড়াতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঘোলা পানি দেখে কেউ পুঁজিবাজারে বিনিয়োগে আগ্রহ দেখায় না। কিন্ত পানি যখন স্বচ্ছ থাকে পরিষ্কার থাকে, তখন মানুষ সেই পানির প্রতি আগ্রহী হয়। ট্রান্সপারেন্সি বাড়লে পুঁজিবাজারে কারসাজিকারীরা আর কোন প্রভাব ফেলতে পারবে না।

বিএসইসির সাবেক কমিশন এবং কারসাজির সাথে জড়িত বর্তমানে বিএসইসিতে চাকরিরত কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি বলেন, আমরা তদন্ত শুরুই করবো বিএসইসি থেকে। কারসাজির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। একে একে পুঁজিবাজারে অনিয়মের সাথে জড়িতদের সবাইকে শাস্তির আওতায় আনা হবে।