টানা ছয় ঘণ্টা ছয় ইঞ্চি করে খোলা ১৬টি জলকপাট দিয়ে সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি ছাড়ার পর বন্ধ করা হয়েছে কাপ্তাই বাঁধের জলকপাট।
আজ রোববার (২৫ আগস্ট) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা ছিল এসব জলকপাট।
কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আব্দুজ্জাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে নেমে আসায় জলকপাট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন এই প্রকৌশলী। তবে গেট খোলা থাকা মোট ছয় ঘণ্টায় ঠিক কী পরিমাণ পানি নিষ্কাষিত হয়েছে সে সম্পর্কে কিছু জানাননি এ টি এম আব্দুজ্জাহের।
এর আগে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা ধারণ ক্ষমতা ১০৯ ফুটের কাছাকাছি (১০৮ দশমিক ৬৬ ফুট) চলে আসায়, বাঁধের ১৬টি গেট দিয়ে ছয় ইঞ্চি করে খোলা পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে গতকাল শনিবার রাত ১০টায় সেটি কার্যকর করার কথা ছিল। কিন্তু সেই সময় হ্রদের পানির ইনফ্লো কম থাকায় সিদ্ধান্ত থেকে সরে এসে আজ সকাল ৮টায় পানি ছাড়া হয়।
তবে ১৬টি জলকপাট বন্ধ করা হলেও কর্ণফুলি পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি স্লুইসগেট দিয়ে বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজার কিউসেক পানি নির্গমন অব্যাহত আছে। এই সময় হ্রদে বিদ্যুৎ উৎপাদন বেড়ে ২১৯ মেগাওয়াটে দাঁড়িয়েছে, যা এই মৌসুমে সর্বোচ্চ।
কাপ্তাই বাঁধের গেট খুলে পানি ছাড়ার কারণে ভাটিতে কোনো সমস্যা তৈরি হওয়ার খবর পাওয়া যায়নি এবং সবকিছুই স্বাভাবিক আছে বলে নিশ্চিত করেছেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। উজানেও কোনো নেতিবাচক খবর নেই বলে জানান তিনি।