নেজামে ইসলাম পার্টি খুরুশকুল ইউনিয়ন শাখার নতুন কমিটি গঠিত

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার সদর উপজেলাধীন খুরুশকুল ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিকাল ৩ টায় অনুষ্ঠিত এক সাধারণ সভায় মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকে আমীর ও হাফেজ আজিজুল হককে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এ কমিটি গঠন করা হয়।

হাফেজ মাওলানা মোহাম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা আমীর মাওলানা আব্দুল খালেক নিজামী। তিনি বলেন, খুরুশকুল নেজামে ইসলাম পার্টির জন্য উর্বর একটি জনপদ। এখান থেকেই তৈরী হয়েছিলো আল্লামা নুরুল হক আরমান রহ. এর মতো জাতীয় নেতৃত্ব। এখনই সময় সাংগঠনিক শক্তিকে সুসংহত করে ইসলামী আদর্শের আলোকে কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামকে জোরদার করার।

এ সভায় বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমীর ও সদর উপজেলা আহবায়ক মাওলানা হোসাইন আহমদ, জেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী, যুগ্ম সম্পাদক হাফেজ আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানী, পৌর নায়েবে আমির মাওলানা হাফেজ সালেম, যুগ্ম সম্পাদক এম.এ. ঈসা মাহমুদ হাসেমী।

নতুন এ ইউনিয়ন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যান্যরা হলেন, নায়েবে আমীর মাওলানা মোহাম্মদ নোমান, মাওলানা আবু ছাবের, মাওলানা খুরশেদ আলম, যুগ্ম সম্পাদক হাফেজ আবুল খায়ের, মাওলানা মোহাম্মদ আলম, অর্থ সম্পাদক হাফেজ আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোতাহেরুল ইসলাম, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন বিন মুহিবুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আবুল মনজুর, দাওয়াহ বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা সাজেদ উল্লাহ, দফতর সম্পাদক হাফেজ আব্দুল মালেক, সদস্য হাফেজ আবু তাহের ও কারী নাছির উদ্দীন প্রমুখ।
সভা শেষে বন্যা পরিস্থিতির উত্তরণ, দেশ, জাতির কল্যাণ এবং আল্লামা নুরুল হক আরমান রহ. এর মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ দু’আ করা হয়।