রাতে নয় রবিবার সকালে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে

    আজ রাত (২৪.৮.২৪) ১০টার সময় কাপ্তাই বাঁধের স্পীলওয়ের ১৬টি গেইট দিয়ে পানি ছাড়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে আজ পানি ছাড়া হবে না। আগামীকাল (২৫.৮.২৪) সকাল ৮ থেকে ৯ টার মধ্যে কাপ্তাই বাঁধের পানি ছাড়া হবে। সূত্রঃ কাপ্তাই পিডিবি কর্তৃপক্ষ।