বন্যার্ত মানুষদের পূর্ণবাসনের রোডম্যাপ ঘোষণা করতে হবে- বাসদ

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল – বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের উদ্যোগে আজ চট্টগ্রাম নগরীর জুবিলী রোড,কাজীর দেউড়ি,বাটালি রোড, ফলমন্ডিসহ বিভিন্ন জায়গায় বন্যা দূর্গতদের জন্য ত্রাণ তহবিল সংগ্রহ ও পথসভা আয়োজন করা হয়।

এতে উপস্থিত ছিলেন বাসদ চট্টগ্রাম জেলা শাখার ইনচার্জ আল কাদেরী জয়, সদস্য মহিন উদ্দিন, আকরাম হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট চট্টগ্রাম নগর শাখার সভাপতি মিরাজ উদ্দিন, স্কুল বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা শ্রাবণীসহ অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

Oplus_0

সমাবেশগুলোতে বক্তারা বন্যা প্লাবিত জেলাসমূহকে উপদ্রুত এলাকা ঘোষণা করে পানিবন্দী মানুষদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা, পর্যাপ্ত সরকারি ত্রাণ সহায়তা প্রদান এবং পূর্ণবাসনের জন্য সরকারের প্রতি দাবি জানান। একইসাথে বক্তারা পূর্ব সতর্কতা ছাড়া ভারত উজানে বাঁধের গেইট খুলে দেয়া আন্তর্জাতিক আইনের লংঘন ও সৎ প্রতিবেশী সুলভ আচরণ নয় বলে উল্লেখ করেন। তারা ভারতের কতৃর্ক বাংলাদেশের নদী ও পানির উপর আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে বিচার দেওয়ার দাবি জানান।