ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ৫ দিনের রিমান্ডে

রাজধানীর নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননের ৫ দিনের রিমান্ডে মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টি। দলটির প্রধান মেনন আওয়ামী লীগ সরকারের আমলে প্রথমে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পরে সমাজকল্যাণমন্ত্রী ছিলেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনায় সাম্প্রতিক কয়েকটি মামলায় তাকে আসামি করা হয়েছে।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগ এনে গতকাল এক মামলায় মেননকেও আসামি করা হয়। জিয়াউল হক নামে এক আইনজীবী ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলামের আদালতে মামলাটি করেন। মামলায় সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুকেও আসামি করা হয়েছে।

এর আগে সিলেটে ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেন কোটা সংস্কার আন্দোলনে আহত এক ছাত্রদল নেতা। সেখানেও মেনন-ইনুকে আসামি করা হয়। ওই মামলায় শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ৮৭ জনের নাম এবং অজ্ঞাতপরিচয় অন্তত ৬০০ জনকে আসামি করা হয়েছে।