বন্যা পরিস্থিতি: সাত নদীর ১৪ পয়েন্টে পানি বিপৎসীমার উপরে

দেশের সাতটি নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। আগামী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে ভারী বৃষ্টি কমে আসার প্রবণতা আছে। ভারী বৃষ্টি আর না হলে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার মুহুরী, ফেনী, গোমতি, হালদা ইত্যাদি নদীর বন্যা পরিস্থিতি প্রাথমিকভাবে স্থিতিশীল থেকে পরবর্তীতে উন্নতি হতে পারে।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) দেশের সাতটি নদীর ১৪ স্টেশনের পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। এরমধ্যে খোয়াই নদীর বাল্লা স্টেশনের পানি বিপদসীমার ২৭৬ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। এছাড়া কুশিয়ারা নদীর ৪ স্টেশন, মনু, গোমতি ও হালদা নদীর দুটি করে স্টেশনের পানি বিপৎসীমার উপর দিয়ে বইছে। এর বাইরে ধলাই ও ফেনী নদীর একটি করে স্টেশনের পানি বিপদসীমার উপরে দিয়ে বইছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চল, পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। বিগত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকাগুলোতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। ফলে মৌলভীবাজার, হবিগঞ্জ, ফেনী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্নাঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি ঘটেছে।