বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিটের উদ্যোগে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা মোকাবেলায় প্রস্তুত ও কন্ট্রোল রুম পরিচালনা করছে যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব স্বেচ্ছাসেবকরা।
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় মীরসরাই, সীতাকু-, ফটিকছড়ি সহ অন্যান্য উপজেলায় পানিবন্দি মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্রে বয়স্ক ও শিশু, গবাদি পশু সাইক্লোন সেন্টারে পৌঁছানোর ক্ষেত্রে সহায়তা প্রদান, মাইকিংয়ের মাধ্যমে সচেতনতা পরিচালনায় ব্যস্ত সময় পাড় করছে যুব স্বেচ্ছাসেবকরা।
স্বেচ্ছাসেবকদের বর্তমান অবস্থা ও সার্বিক অবস্থা নিয়ে গত ২২ আগস্ট যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট কার্যালয়ে সমন্বয় সভা ভাচুয়ার্লি যুক্ত হয় চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ। যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট এর যুব প্রধান কৃষ্ণ দাশ এর সভাপতিত্বে সভায় উপজেলার বর্তমান পরিস্থিতিতে উদ্ধার, শুকনো খাবার বিতরণ কার্যক্রম তথ্য সমূহ উপস্থিত স্বেচ্ছাসেবকরা উপস্থাপন করে।
ভাচুয়ার্লি যুক্ত হয়ে চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ বলেন, বর্তমান এই পরিস্থিতি সকলে যে যার অবস্থান থেকে পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার সেবায় অংশ নেয়ার মাধ্যমে মানুষ মানুষের জন্য এই মর্ম বাণীটিকে সার্থক করতে পারবো। আমাদের পরিচালিত কন্ট্রোল রুমের মাধ্যমে আমরা পানিবন্দি মানুষের তথ্য নেয়ার মাধ্যমে তাদের সেবায় আমাদের স্বেচ্ছাসেবকরা কাজ করে যাচ্ছে। প্রত্যেকটি উপজেলায় আমাদের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা বন্যা সম্পর্কে জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে সরে আসার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করছে|
সার্বিক প্রস্তুতি নিয়ে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম এর কার্যালয়কে কন্ট্রোল রুমে জরুরী বিষয়ে ও তথ্য প্রদানের লক্ষ্যে ০১৬২৫-৪৩২০৯৬ এবং ০১৮২০-১৩১২৫৬ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।