ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার ত্রাণ বিতরণ

প্রতিনিধি : করোনা ভাইরাস সংক্রমণ ও পবিত্র রমজানকে সামনে রেখে এ পর্যন্ত সাতকানিয়া-লোহাগাড়ায় গরিব,অসহায় ও দুস্থদের মাঝে তিন দফায় ত্রাণ বিতরণ করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ২৪ এপ্রিল (শুক্রবার) ৩য় দফায় দুই উপজেলায় ৩১শ’ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। সাতকানিয়া পৌরসভা এলাকা ও লোহাগাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং ইউনিয়নের জনপ্রতিনিধিগণ। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, আলু, ছোলা, পেঁয়াজ, ময়দা ও চিনি। সাতকানিয়ায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্ল্যা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাফর আলম, আওয়ামী লীগ নেতা রূপ কুমার নন্দী খোকন, মিঠু নাগ, বিকাশ দাশ। লোহাগাড়ায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক বিজয় কুমার বড়ুয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দীন হিরু, সহ-সভাপতি নিবাস দাশ সাগরসহ উপজেলা আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ। জানতে চাইলে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা একজন লোকও না খেয়ে থাকবে না। এরই ধারাবাহিকতায় করোনা ভাইরাস সংক্রমনের পর চলতি মাসে ৩ দফায় এ দুই উপজেলায় আমার ব্যক্তিগত পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে । তৃতীয় দফায় শুক্রবার পবিত্র রমজানকে সামনে রেখে দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী স্থানীয় আওয়ামী লীগ নেতা ও জনপ্রতিনিধির মাধ্যমে বিতরণ করা হয়। করোনা দূর্যোগ কাটিয়ে না ওঠা পর্যন্ত দুই উপজেলায় ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।