কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ সভাপতি তপু

মিরসরাই প্রতিনিধি:::
কৃষক আলাউদ্দিন মজুরীর অভাবে জমির ধান কেটে ঘরে তুলতে পারছিলেন না। এ খবর পেতে না পেতেই হাজির ছাত্রলীগ নেতৃবৃন্দ। চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপুর নেতৃত্বে একদল ছাত্রলীগ কর্মী তাঁর ৭২শতক জমির বোরো ধান কেটে ঘরে তুলে দিলেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে মিরসরাই উপজেলার পশ্চিম খৈয়াছড়া গ্রামের ওই কৃষকের সাথে কথা বললে তিনি বলেন, ‘অনেক কষ্টে ৭২শতক জমিতে এবার ধান করেছি। সবকিছু বন্ধ থাকায় হাতে কোন টাকা নেই। এ ধান কাটতে ১২জন দিনমজুর লাগবে। মজুরী না থাকায় নিজে একা একা কাটবো ভেবেছিলাম। পরে ছাত্রলীগের নেতারা ধান কেটে দিল।’
এ বিষয়ে চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু বলেন, ‘আসলে আমরা যারা গ্রামে থাকি কৃষি কাজের প্রায় সবটুকুই বুঝি। এমন পরিস্থিতিতে কৃষকের ফসলই পারে দেশকে খাদ্য সংকটের হাত থেকে রক্ষা করতে। তাই তরুণ সমাজকে উদ্বুদ্ধ করতে মূলত আমার এ উদ্যোগ। আমার প্রত্যাশা চট্টগ্রামের উত্তরের সবগুলো জনপদে আমার ছাত্রলীগের ভাইয়েরা কৃষককে সহযোগিতা করবেন।’