রাষ্ট্রদোহের এক মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে খালাস দিয়েছেন নোয়াখালীর একটি আদালত।
আজ বুধবার (২১ আগস্ট) নোয়াখালীর প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নোমান মঈনুদ্দিন এই রায় ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ জাবেদ উল্লাহ আজ বুধবার (২১ আগস্ট) সন্ধ্যায় এনটিভি অনলাইনকে বলেন, আজ এ মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল। বিচারক এই মামলায় চার জনের সাক্ষ্য নিয়েছেন। সাক্ষ্যগ্রহণ শেষে প্রমাণ না পাওয়ায় তারেক রহমানকে খালাস দিয়েছেন আদালত।
জাবেদ উল্লাহ আরও বলেন, নোয়াখালীর চরজব্বার থানায় পরোয়ানা ফেরত পাঠানো হয়েছে।
নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের চরজব্বার থানায় রাষ্ট্রদোহিতার অভিযোগ এনে মামলা করা হয়। মামলা নং ১০। মামলায় তারেক রহমানের বিরুদ্ধে দণ্ডবিধির ১২১/১২১(ক)/১২৩(ক)/ ১২৪(ক) ধারায় অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রের পরে মামলাটি বিচারের জন্য এ আদালতে যায়। এরপরে সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ রায় ঘোষণা করেন।