রাজধানীর পল্লবীতে আকরাম খান রাব্বি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ৪৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ বুধবার (২১ আগস্ট) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হকের আদালতে ফারুক খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে পল্লবী থানাকে মামলার এজাহার গ্রহণের নির্দেশ দিয়েছেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়কমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, হারুন অর রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, আওয়ামী লীগ নেতা এলিট রহমান, সাবেক তথ্যপ্রতিমন্ত্রী মো. এ আরাফাত, মো. হাছান মাহমুদ, সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মিরপুরের স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি আয়নাল, নাজমুল আলম ভূইয়া জুয়েল, কাফরুল থানার আওয়ামী লীগনেতা মিজানুর রহমান শিপন, আওয়ামী লীগ নেতা পারভেজ, বিপুল, জাহাঙ্গীর হোসেন, জাহাঙ্গীর আলম, মনিরুল ইসলাম, সংসদ সদস্য কামাল আহম্মেদ মজুমদার, আব্দুল মান্নান কচি, মেজবাউল হোসেন সাচ্চু, জাহাঙ্গীর কবির নানক, মাইনুল হোসেন খান নিখিল, সাদ্দাম হোসেন, শেখ ওয়ালি আসিফ ইনান, আরিফুল ইসলাম বাবু ওরফে ডিএসপি বাবু, আজগর আলী, সৈয়দ মোল্লা, মাহফুজ কাজী, আব্দুর রহমান, ফখরুল ইসলাম বাবু, অ্যাডভোকেট রুবেল, মনসুর আলী, মো. রুমেল হোসেন ফাহাদ, আবুল বাসার,কামাল ওরফে ছুল্লি কামাল, মো. শরিফুল ইসলাম শরিফ, আলমগীর হোসেন ওরফে থাই আলমগীর, আফিফা আল বেরি লোরা, ফাহাদ আহম্মেদ, রিদওয়ান ওরফে ভুট্টু, মালিক মো. আতাউর রহমান, আলমগীর কবির ও অজ্ঞাতনামা আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।