টানা বর্ষণ ও বন্যার কারণে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সিঙ্গিনালা গ্রামের কাপ্তাইপাড়া এলাকায় একমাত্র সড়কের সেতুর সংযোগ সড়কটি ভেঙে গিয়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
টানা বর্ষণ ও বন্যার কারণে মঙ্গলবার (২১ আগস্ট) ভোরে এই সংযোগ সড়কটি ভেঙে যায়।
৪০ বছরের পুরানো এই জরাজীর্ণ সেতুর কারণে সেতুর সংযোগ সড়কের দেওয়া ধসে সংযোগ সড়কটি ভেঙে গেছে বলে জানান এলাকাবাসীরা।
এই ভেঙে যাওয়ার কারণে উপজেলার সাথে মুবাছড়ি ইউনিয়নের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসীরা দ্রুত সেতুসহ সড়কটি মেরামত করার দাবি জানিয়েছন।
এ বিষয়ে খাগড়াছড়ি স্থানীয় সরকার অধিদপ্তরের প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি।