স্বেচ্ছাসেবী সংস্থা ‘মনজিল’ কর্তৃক গত ১৮ আগস্ট ২০২৪ রবিবার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ আহত পথচারীদের মাঝে অনুদান বিতরণ করা হয়। চমেক হাসপাতালে বিভিন্ন ওয়ার্ডে এখনো ভর্তি সাধারণ পথচারী যারা দুঃস্থ ও দিনমজুর, হকার, রিক্সাচালক শ্রেণী, তাদের চিকিৎসায় অনুদান হিসেবে মনজিল এ কর্মসূচী গ্রহণ করে।
অনুদান বিতরণ কালে মনজিল এর পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি ডা. মুহাম্মদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আলাউদ্দিন চৌধুরী, ইঞ্জি, শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক শাদ ইরশাদ, ডা. আবু বকর ছিদ্দিক মীর প্রমুখ।
মনজিল নেতৃবৃন্দ তাদের মধ্যে নগদ অনুদান বিতরণ পূর্বক তাদের চিকিৎসার উন্নতি সম্পর্কে অবগত হন।