চীন ফাইভজি টাওয়ার বসিয়েছে এভারেস্টে

চীনের সরকারি টেলিকমিউনিকেশন কোম্পানি চায়না মোবাইল পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত মাউন্ট এভারেস্টে ফাইভজি টাওয়ার বসিয়েছে। এ কাজে তাদেরকে সহযোগিতা করেছে হুয়াওয়ে।

গত রোববার দুই কোম্পানির একদল কর্মী এভারেস্টের দুটি বেজ ক্যাম্পে কয়েকটি টাওয়ার বসায়। সমুদ্র পৃষ্ঠ থেকে একটি ক্যাম্প ৫ হাজার ৩০০ মিটার ও আরেকটি ক্যাম্প ৫ হাজার ৮০০ মিটার উঁচুতে অবস্থিত।

তীব্র ঠান্ডার মধ্যে এতো উঁচুতে ভারি ভারি যন্ত্রপাতি নিয়ে যাওয়া মোটেও সহজ ছিলো না। কর্মীদেরকে ৫টি ভারি ভারি অ্যান্টিনা সঙ্গে নিয়ে পাহাড়ে উঠতে হয়। অ্যান্টিনাগুলোর মাধ্যমে প্রতি সেকেন্ডে ১ গিগাবাইট স্পিড পাওয়া যাবে।

টাওয়ার বসানোর অভিযান এখনো শেষ হয়নি। শনিবার সাড়ে ৬ হাজার মিটার উঁচুতে আরও কয়েকটি অ্যান্টিনা বসানো হবে।

পুরো প্রকল্পে কাজ করছেন ১৫০ জনের একটি দল। তারা যেসব যন্ত্রপাতি নিয়ে উঠেছেন সেগুলো মোট ওজন প্রায় ৮ টন।

মাউন্ট এভারেস্টে আগে থেকেই ৩টি ফোরজি বেজ স্টেশন ছিলো। এবার সঙ্গে আরও ৩টি ফাইভি বেজ স্টেশন যোগ হচ্ছে। ফলে হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট পর্বত থেকে যে কোনো সময় লাইভ ভিডিও সম্প্রচার করা সম্ভব হবে।