ঈদগাওতে আবারো গরু চোর বেড়েছে

আলমগীর চৌধুরী, ঈদ্গাহ: ঈদ্গাহ থানাধীন চান্দেরঘোনা এলাকা থেকে গত ১৭ আগষ্ট দিবাগত রাত আনুমানিক তিন ঘটিকার সময় তিনটি বাড়ি থেকে ছয়টি গরু ডাকাতি হয়েছে। তবে ভারী বৃষ্টি হওয়ায় এলাকার লোকজন রাতে বিষয়টি টের পায়নি।সকালে গোয়াল ঘরে গরু না থাকায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রাপ্ত তথ্য মতে,গত শনিবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার সময় ইদ্গাহ ইউনিয়নের চান্দেরঘোনা গ্রামের আমির মৌলভীর বাড়িতে হানা দেয় ডাকাত দল।চুপিসারে গোয়াল ঘর থেকে ৩টি গরু বের করে নিয়ে আসে।ফেরার পথে পাশের ঘর থেকে আর ও ৩টি মোট ৬টি গরু নিয়ে ম্যাজিক গাড়িতে তুলে নিয়ে যায়।সকালেস্থানীয় লোকজন বিভিন্ন জায়গায় খোজখবর নিলেও কোন হদিস পাওয়া যায়নি।

স্থানীয় সমাজকর্মী ভুতু ড্রাইভার জানান,গত রাত্রে চান্দেরঘোনা থেকে ৬ টি গরু চুরি হয়েছে ।নামে এরা চোর হলেও তারা অস্ত্রধারী।পুলিশি কার্যক্রম সচল না থাকায় অস্ত্রধারি সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে।

অপর দিকে কালিরছড়া এলাকার কৃষক শফি আলম বাড়ু জানান,একই রাত্রে ৩ ঘটিকার সময় ইদ্গাহ ইউনিয়নের মোরাপাড়া (৬ নং ওয়ার্ড) সাহাব উদ্দিনের বাড়িতে সশস্ত্র ডাকাত দল হানা দেয়।পরিবারের সবাইকে এক রুমে আটকিয়ে রেখে আনুমানিক দুই লক্ষ টাকার মালামাল নিয়ে যায়। কালিরছড়া এলাকার ভুক্তভোগী ফজলুল হক চৌধুরী জানান,কিছুদিন পুর্বে সশস্ত্র সন্ত্রাসীরা তার বাড়ির দরজা ভেঙ্ঙ্গে তিন গরু লুট করে নিয়ে যায়।যার আনুমানিক মুল্য ৩ লক্ষ টাকা।

অভিজ্ঞ মহল মনে করেন, হাসিনা সরকারের পতন হলে ও তাদের অনুগত সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি ,বনখেকো ,বালু সন্ত্রাসীরা তাদের অস্ত্র ভান্ডার সহ রয়েছে বহাল তবিয়তে। তাই আইনশৃংখলা পরিস্থিতির উন্নতি কল্পে যৌথ বাহিনী দ্বারা অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা জরুরি।