ন্যাশনাল ব্যাংকের পর্ষদ বাতিল

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (২০ আগস্ট) গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত আদেশ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়েছে, পরিচালনা পর্ষদের নীতি নির্ধারণী দুর্বলতার কারণে ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি, ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলা বিঘ্ন করার মাধ্যমে ব্যাংক-কোম্পানি এবং আমানতকারীদের স্বার্থের পরিপন্থি কর্মকাণ্ডে পর্ষদ সম্পৃক্ত থাকায় বোর্ড বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত) এর ৪৭ (১) এবং ৪৮ (১) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে আমানতকারীদের স্বার্থ রক্ষা ও জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। পর্ষদ বাতিলের আদেশটি সংশ্লিষ্ট সবাইকে অবহিত করার জন্য ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে নির্দেশনা দেওয়া হয়েছে।